সিইসি কি চেয়েছিলেন বরিশালে মেয়র প্রার্থী মারা যাক: মির্জা ফখরুল – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৩৮, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সিইসি কি চেয়েছিলেন বরিশালে মেয়র প্রার্থী মারা যাক: মির্জা ফখরুল

newsup
প্রকাশিত জুন ১৩, ২০২৩
সিইসি কি চেয়েছিলেন বরিশালে মেয়র প্রার্থী মারা যাক: মির্জা ফখরুল

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিমকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কি চেয়েছিলেন বরিশালে মেয়র প্রার্থী মারা যাক? ধিক্কার জানাই তার এমন কথায়।’

মঙ্গলবার (১৩ জুন) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যুতের অসহনীয় নজিরবিহীন লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ পদযাত্রা করে।

Manual6 Ad Code

মির্জা ফখরুল বলেন, ‘সিরাজুল আলম খান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। কিন্তু এই আওয়ামী লীগ তাকে মৃত্যুর পর সম্মান পর্যন্ত দিলো না। একটি শোকবার্তাও দেয়নি এই সরকার। কারণ, তিনি এদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এদের (সরকারের) তৈরি রক্ষীবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। সে সময় এই রক্ষী বাহিনী ৪০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল।’

Manual1 Ad Code

এ দেশটা কারও বাবার নয়, এটা আপনার আমার সবার দেশ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সবাই মুক্তিযুদ্ধ করে এ দেশটাকে আমরা স্বাধীন করেছি। কিন্তু সেই দেশে কোনও কথা বলার অধিকার নেই। নিরাপত্তা নেই।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code