ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালে চট্টগ্রাম টেস্টে রশিদ খানের ভেল্কিবাজিতে পর্যদুস্ত হয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের ২২৪ রানে হারাতে ম্যাচে ১১ উইকেট নেন আফগানিস্তানের লেগস্পিনার। প্রায় চার বছর পর আবারও একটি টেস্ট খেলতে বাংলাদেশে আফগানরা, এবার নেই ব্যাটারদের বুকে কাঁপন ধরানো রশিদ। তাতে কিছুটা স্বস্তি মিলছে। তবে প্রতিপক্ষ দলে যখন অচেনা খেলোয়াড়ের ছড়াছড়ি, তখনও আতঙ্ক কাটছে না। কিন্তু বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রতিপক্ষের চেয়ে নিজেদের শক্তির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।
আফগানিস্তান দলের অন্তত ছয় ক্রিকেটার টেস্ট অভিষেকের অপেক্ষায়। এই অচেনা খেলোয়াড়দের বিপক্ষে পরিকল্পনা করা কঠিন হবে কি না প্রশ্নে হাথুরুসিংহে জানান, ফোকাসটা নিজেদের দিকেই রাখছেন।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বললেন, ‘খুব ভালো প্রশ্ন। তাদের বেশিরভাগ খেলোয়াড়দের সম্পর্কে আমরা খুব বেশি জানি না। যাই হোক, আমরা প্রতিপক্ষের শক্তি ও সীমাবদ্ধতার দিকে ২৫ শতাংশ মনোযোগ দিচ্ছি। আর ৭৫ শতাংশ মনোযোগ দিচ্ছি আমরা কী করতে পারি, সেদিকে।’
হাথুরুসিংহে আরও বলেন, ‘প্রথম প্রশ্নের উত্তর। রশিদ ভালো মানের বোলার। শেষবার এখানে সে ভালো করেছিল। একই সময়ে আমাদেরও অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান প্রস্তুত নয়। কিন্তু আমাদের যা আছে সেটা নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।