লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে গিয়ে দেশটির নাগরিকত্ব অর্জনকারী আইনজীবী মোজাম্মেল হোসেন এবার দেশটির রাজধানী লন্ডনের মেয়র নির্বাচনে ক্ষমতাসীন দল কনজারভেটিভ (টোরি) পার্টির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন।
যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লন্ডনের আসন্ন মেয়র নির্বাচনে সম্ভাব্য ৩ জন প্রার্থীর নাম চুড়ান্ত করেছেন টোরি পার্টির নীতিনির্ধারকরা। সংক্ষিপ্ত সেই তালিকায় মোজাম্মেল হোসেনের নাম রয়েছে। বাকি দু’জন হলেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা সুসান হল এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও প্রযুক্তি ব্যবসায়ী ড্যানিয়েল করস্কি।
দলের নিয়ম অনুযায়ী, সংক্ষিপ্ত এই তালিকা এখন পাঠানো হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ঋষি সুনাকের কাছে। তিনি এই ৩ জনের সাক্ষাৎকার গ্রহণ শেষে তাদের মধ্যে থেকে একজনের নাম চূড়ান্ত করবেন।
আনুষ্ঠানিকভাবে জানা যাবে ১৯ জুলাই জানা যাবে চূড়ান্ত প্রার্থীর নাম। তবে পার্টির উচ্চ পর্যায় থেকে তালিকায় থাকা ৩ জন সম্ভাব্য প্রার্থীকে তাদের নিজ নিজ এলাকায় অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাজ্যের বর্তমান মেয়র সাদিক খান বিরোধী দল লেবার পার্টির নেতা। আগামী ২০২৪ সালের মে মাসে হবে লন্ডনের মেয়র নির্বাচন। রাজধানীর প্রধান প্রশাসনের এই পদটি কনজারভেটিভ পার্টি নিজেদের দখলে আনতে চায়। এ কারণে প্রায় এক বছর আগে থেকে আসন্ন মেয়র নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে টোরি পার্টি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।