আমেরিকা অফিস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ফের লড়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী প্রচার দল প্রকাশিত ভিডিওতে তার ফের প্রার্থিতার ঘোষণা দেয়া হয়।
বাইডেন বলেন, আমেরিকান হিসেবে আমাদের মৌলিক ভিত্তি হলো স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা। এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই; এর চেয়ে পবিত্র কিছু নেই। ‘প্রথম মেয়াদে আমি এ নিয়েই কাজ করেছি। আমাদের গণতন্ত্রের জন্য লড়াই। এটি লাল (রিপাবলিকান পার্টি) কিংবা নীলদের (ডেমোক্রেটিক পার্টি) বিষয় হওয়া উচিত নয়। দেশজুড়ে মাগা চরমপন্থিরা স্বাধীনতার এই মৌলভিত্তিকে একহাত নিতে চায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।