নিউইয়র্কের মেডিকেল পরীক্ষক কর্মকর্তার দাবি: সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন ইভানা
১৪ জুন ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ণ

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কের মেডিক্যাল পরীক্ষক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প শরীরে আঘাতের প্রভাবে মারা গেছেন। খবর দ্যা গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে ইভানা ট্রাম্পের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার।
১৯৮০ ও ১৯৯০ দশকে নিউ ইয়র্কে উল্লেখযোগ্য পাবলিক ফিগার ছিলেন ডোনাল্ড ও ইভানা ট্রাম্প। তাদের বিচ্ছেদ নিয়ে ব্যাপক জনআগ্রহ তৈরি হয়। বিচ্ছেদের পর ইভানা ট্রাম্প তার নিজস্ব ধরণ অনুযায়ী সৌন্দর্য পণ্য, পোশাক এবং অলংকার ব্যবসা চালু করেন।