এমবাপ্পের জন্য ২০ কোটি ইউরো দেবে রিয়াল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৫১, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

এমবাপ্পের জন্য ২০ কোটি ইউরো দেবে রিয়াল

newsup
প্রকাশিত জুন ১৪, ২০২৩
এমবাপ্পের জন্য ২০ কোটি ইউরো দেবে রিয়াল

স্পোর্টস ডেস্ক: আগামী ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পিএসজিতেই থাকবেন বলে কিলিয়ান এমবাপ্পে নিশ্চিত করেছেন। কিন্তু ফরাসি ফরোয়ার্ড ফ্রি এজেন্ট হয়ে গেলে ক্লাবের কোনও লাভ হবে না। তাই তাকে বেচে দিতে চায় বলে ফ্রান্সের আউটলেট লে’কিপের খবর। গণমাধ্যমটি আরও জানিয়েছে, এই সুযোগটা নিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করতে চায় রিয়াল মাদ্রিদ। এমনকি তার দাম ২০ কোটি ইউরো হলেও দেবে স্প্যানিশ জায়ান্টরা।

গত বছর শেষ মুহূর্তে রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। এই চুক্তি এক বছর বাড়ানোর রাস্তা খোলা রাখা হয়েছিল। সেই পথে আর পা বাড়াবেন না বলে পিএসজিকে চিঠি দেন ফরাসি ফরোয়ার্ড, যা ফাঁস হয় লে’কিপে। তারপরই গুঞ্জন ওঠে, তাকে বেচে দিতে তৎপর হয়ে উঠেছে লিগ ওয়ানের রেকর্ড চ্যাম্পিয়নরা। পরে এনিয়ে এমবাপ্পে প্রতিক্রিয়া জানান। তার দাবি, গত বছরই পিএসজিকে তিনি জানিয়ে দেন চুক্তি আরেক বছর বাড়াবেন না। তিনি আগেভাগে চলে যেতে চান বলে যে গুঞ্জন তা উড়িয়েও দেন। ক্লাবের প্রতি দায়বদ্ধতা থেকে চুক্তির আরও এক বছর থাকার দৃঢ় ঘোষণা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।