কতবার রেকর্ড ভেঙেছি নিজেও জানি না - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৫, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কতবার রেকর্ড ভেঙেছি নিজেও জানি না

newsup
প্রকাশিত জুন ১৮, ২০২৩
কতবার রেকর্ড ভেঙেছি নিজেও জানি না

ডেস্ক রিপোর্ট: ভারোত্তোলনে পোস্টার গার্ল মাবিয়া আক্তার সীমান্ত। এসএ গেমসে টানা দুইবার সোনার পদক জিতে দেশবাসীকে আনন্দে ভাসিয়েছেন। শুধু এসএ গেমসই নয়, জাতীয় আসরেও আধিপত্য মাবিয়ার।

আজ রবিবার জাতীয় চ্যাম্পিয়নশিপে আরও একবার নতুন রেকর্ড গড়ে সবাইকে চমকে দিয়েছেন আনসারের এই ভারোত্তোলক। ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮১ কেজি তুলে নিজেরই করা আগের রেকর্ড ভেঙেছেন। স্ন্যাচে ৮১ এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯৯ কেজি মিলিয়ে মোট ১৮০ কেজি তুলে সবাইকে ছাড়িয়ে গেছেন। গতবার স্ন্যাচে ৮০ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন। ১৩৬ কেজি তুলে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর বিথী রানী।

২০১৩ সালে বাংলাদেশ গেমস দিয়ে মাবিয়ার স্বর্ণালী সময় শুরু। তার পর এক এক করে সোনার পদক জিতেই চলেছেন। বর্তমানে এমন অবস্থা যে নিজের রেকর্ড প্রতিনিয়ত ভেঙে চলেছেন। গড়ছেন নতুন রেকর্ড। কোথায় থামবেন তিনি? মাবিয়ার কথাতেই মিলেছে এর উত্তর। বলেছেন, ‘কতবার যে নিজের রেকর্ড ভেঙেছি নিজেও জানি না। যখন খেলা ছেড়ে দেবো, তখন গুণবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।