খুশি হাথুরুসিংহ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৩, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

খুশি হাথুরুসিংহ

newsup
প্রকাশিত জুন ১৮, ২০২৩
খুশি হাথুরুসিংহ

ডেস্ক রিপোর্ট: একমাত্র টেস্টে আফগানিস্তানকে নাকানি-চুবানি খাইয়ে পাক্কা দশটি সেশন আধিপত্য দেখিয়েছে লিটন দাসের দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে দারুণ খেলে ইতিহাস সেরা ৫৪৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে।

এমন জয়ের আগে অনেক কিছু নিয়ে সংশয়ও ছিল। তীব্র রোদ গায়ে মেখে বাংলাদেশের ক্রিকেটাররা চার বছর আগের প্রতিশোধ নেওয়ার মিশনে নেমেছিলেন। দিনশেষে তারা কেবল সফলই হননি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন সূর্যোদয় এনে দিয়েছেন। একদিন আগে টেস্ট ম্যাচ শেষে হলেও প্রধান কোচসহ ক্রিকেটারদের ব্যস্ততা কমেনি। রবিবার মিরপুরে তারা মিটিংয়ের পাশাপাশি অনুশীলনও করেছেন। তারই ফাঁকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিন ফরম্যাটের ক্রিকেটের মধ্যে বাংলাদেশ দল সবচেয়ে নাজুক টেস্ট ক্রিকেটে। ১৩৮ টেস্টের মধ্যে বহু ম্যাচ ইনিংস ব্যবধানে হেরেছেন। ২/৩ দিনে অসংখ্য ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য এমন প্রভাব বিস্তার করে জয়তো বিশেষ কিছু হবেই। সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে সেই কথাই বলে গেলেন, ‘জানি না আপনারা দেখেছেন কিনা, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছি এটা শুধু একটা টেস্ট জয় নয়, তার চেয়েও বিশেষ কিছু। এটা দিয়ে বুঝিয়েছি, যেভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি, সেটা এর আগে কখনও হয়নি। আমরা এই প্রথম সবুজ উইকেট তৈরি করেছি। এই ধরনের উইকেটে খেলে জেতা বিরাট ব্যাপার। আমরা এখানে সাধারণত ভিন্ন ধাঁচের ক্রিকেট খেলি। কিউরেটর গামিনিকে কৃতিত্ব দিতে হবে এই ধরনের উইকেট তৈরির জন্য। সেদিক থেকে এটা একটা টেস্ট জয় থেকেও বেশি কিছু। এখান থেকে অনেক নতুন নায়ক বেরিয়ে এসেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।