ডেস্ক রিপোর্ট: ভারতের বেঙ্গালুরুতে পৌঁছেই সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ অনুশীলন নেমে পড়েছে। তবে কিছুটা বৈপরীত্যের মাঝেই জামালদের পড়তে হয়েছে। ঢাকায় সবসময় ঘাসের মাঠে অনুশীলন করলেও ভারতে আপাতত কৃত্রিম টার্ফেই ভরসা রাখতে হচ্ছে। আজ রবিবার বিকালে বেঙ্গালুরুর স্থানীয় কৃত্রিম টার্ফের মাঠে ঘাম ঝরিয়েছেন জামাল-তপুরা।
অনুশীলন শেষে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা দলের সবশেষ অবস্থা সম্পর্কে বাফুফের মাধ্যমে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ জায়গায় যাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি, ‘কম্বোডিয়াতে প্রস্তুতি ম্যাচের পর দীর্ঘ ভ্রমণ শেষে এখানে এসে অনুশীলন শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো সাফে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া, তারই প্রস্তুতি চলছে। আজ লেবানন-ভারতের ফাইনাল (চার জাতি ফাইনাল) ম্যাচ রয়েছে। সেখানে দৃষ্টি থাকবে। আমরা চাই শুরুর ম্যাচ থেকে ভালো খেলতে।’
দলের ম্যানেজার আমের খান দলের অনুশীলন নিয়ে বলেছেন, ‘অনেক সমস্যার মধ্যে এসে আজ অনুশীলন করেছি। হালকা বৃষ্টি হয়েছে। তার পরেও কোচ-খেলোয়াড়রা উপভোগ করেছে। অনেক দল এখনও পৌঁছায়নি। অনুশীলন করে আমার মনে হয় খেলোয়াড়রা উজ্জীবিত। এটা দলের জন্য ইতিবাচক।’
সাফ চ্যাম্পিয়নশিপ হবে বেঙ্গালুরুর ঘাসের মাঠে। কিন্তু জামালদের কৃত্রিম টার্ফে অনুশীলন হচ্ছে দেখে আমের খান তার ব্যাখ্যায় বলেছেন, ‘আজ অনুশীলন হয়েছে অ্যাস্ট্রো টার্ফে। আয়োজকদের সঙ্গে কথা বলে দেখেছি যে এখানে অ্যাস্ট্রো টার্ফই বেশি। আমাদের জন্য যে ঘাসের মাঠ দিয়েছে তা ৩৫ কিলোমিটার দূরে। এখন সবকিছু টিমের সঙ্গে ঠিক করা। সবমিলিয়ে যদি দেখি সেটা দলের জন্য ভালো হবে, তাহলে ওখানে যাবো।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।