যুক্তরাষ্ট্র অফিস: আগামী ২১ জুন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৪ দিনের সফরে দুই দেশের দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দিল্লির অবস্থানের বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।
জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ থেকে ২৪ জুন যুক্তরাষ্ট্রে থাকবেন তিনি। তার চারদিনের সফর রয়েছে ঠাসা কর্মসূচি। এর মধ্যে রয়েছে হোয়াইট হাউজে রাষ্ট্রীয় নৈশভোজ, প্রতিরক্ষা সামরিক সরঞ্জাম ক্রয়চুক্তি, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ, ওয়াশিংটনে প্রবাসী ভারতীয়দের সামনে ভাষণের মতো অনুষ্ঠান।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, আগামী ২২ জুন হোয়াইট হাউজে মোদির সঙ্গে আলোচনায় রাশিয়া-ইউক্রেন ইস্যু উত্থাপন করতে পারেন বাইডেন।
ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক হামলার শুরু থেকেই কৌশলগত অবস্থানে দিল্লি। যুদ্ধ চলা অবস্থায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি থেকে জ্বালানি তেল কিনে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে মোদি সরকার। এসব নিয়ে আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয় দেশটির।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।