যুক্তরাষ্ট্র অফিস: চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে আলোচনা শুরু হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে রবিবার (১৮ জুন) বেইজিং যান তিনি। দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে তাকে অভ্যর্থনা জানান কিন গাং। চীন-যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্কে স্থিতিশীলতা আনার উদ্দেশ্যে ২ দিনের এই বেইজিং সফরে রয়েছেন ব্লিঙ্কেন।
চীনে পৌঁছে খুব একটা উষ্ণ অভ্যর্থনা পাননি ব্লিঙ্কেন। এটি যেন সাম্প্রতিক উত্তেজনায় দুই দেশের শীতল সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছিল। সাক্ষাতের পর নিজ নিজ দেশের পতাকার সামনে দাঁড়িয়ে করমর্দন করেন কিন ও ব্লিঙ্কেন। এরপর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু করেন তারা।
সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘চীনের সঙ্গে আমাদের প্রতিযোগিতা বিরোধপূর্ণ হওয়া ঠেকাতে যোগাযোগ বজায় রাখতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আশা ব্যক্ত করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের প্রথম ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বেইজিং সফরে গেলেন ব্লিঙ্কেন। তবে এই সফরে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।