ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ডের একটি পার্কের ঘাসের ওপর কুঁচকে যাওয়া বিশাল প্লাস্টিকের বোতল এঁকেছেন সুইস-ফরাসি শিল্পী সেপ। এটিকে বলা হয় ফ্রেস্কো। দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই তার লক্ষ্য। জেনেভা লেক তীরবর্তী লুজান শহরের লুই-বুর্জেত পার্কে বিশাল আকৃতির প্লাস্টিকের বোতল আঁকতে চক ও কাঠকয়লা ব্যবহার করেছেন ৩৪ বছর বয়সী শিল্পী সেপ। এর দৈর্ঘ্য তিনটি টেনিস কোর্টের সমান।
পার্কে প্লাস্টিকের বোতলকে আবর্জনা হিসেবে দেখিয়েছেন শিল্পী সেপ। পরিবেশের সুরক্ষায় অবদানের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি। আশা করা হচ্ছে, শিল্পকর্মটি দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী থাকবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।