যুক্তরাষ্ট্র অফিস: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নয়াদিল্লির অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের খুব বেশি সমালোচনা হচ্ছে না। মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনামূলক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে নরেন্দ্র মোদি বলেন, আমি মনে করি না যুক্তরাষ্ট্রে এমন ধারণা ব্যাপক।
মোদি বলেন, আমি মনে করি ভারতের অবস্থান সবাই ভালো করে জানে এবং পুরো বিশ্ব ভালোভাবেই বুঝতে পারছে। বিশ্বের আস্থা রয়েছে যে ভারতের অগ্রাধিকার হলো শান্তি।
মঙ্গলবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন মোদি। তার এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিরক্ষা ও অত্যাধুনিক প্রযুক্তি খাতে দুই দেশের সম্পর্ক গভীর হতে পারে এই সফরের মাধ্যমে।
ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া নিন্দা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারত। একই সময়ে মস্কোর সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে দেশটি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।