অসুস্থ প্রতিযোগিতা চান না বুবলী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:২১, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অসুস্থ প্রতিযোগিতা চান না বুবলী

newsup
প্রকাশিত জুন ২৪, ২০২৩
অসুস্থ প্রতিযোগিতা চান না বুবলী

ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহা উপলক্ষে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে একটি ক্যাসিনো। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও শবনম বুবলী। এ ছবির একটি বিশেষ ব্যাপার হলো, শাকিব বলয়ের বাইরে গিয়ে এটিই বুবলীর প্রথম সিনেমা। আর নিরবের সঙ্গে প্রথম জুটি তো বটেই। ইতোপূর্বে ‘ক্যাসিনো’র টিজার প্রকাশ হয়েছে, এসেছে টাইটেল গানও। অর্থাৎ মুক্তি উপলক্ষে জোর কদমে প্রচারণা চালাচ্ছেন সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় ছবির নির্মাতা-শিল্পীরা মুখোমুখি হলেন সাংবাদিকদের।

সেখানে নিরবের কাছে জানতে চাওয়া হয়, শাকিব খানের নায়িকার সঙ্গে অভিনয় করতে ভয় কাজ করেছিল কিনা। জবাবে নিরব বলেন, ‘ভয় কাজ করেনি, বরং অনেক বেশি ভালো লাগা কাজ করছে। কারণ আমাদের ছবির যে প্লট, তাতে মনে হয়েছিল বুবলী থাকলে অনেক ভালো হবে। আমি তার নামটি প্রস্তাব করেছিলাম নির্মাতা-প্রযোজকের কাছে। তখনও শাকিব ভাইয়ের বাইরে কারও সঙ্গে কাজ করেনি বুবলী। এরপর আমি শাকিব ভাইকে ফোন করি, ছবিটার বিষয়ে বিস্তারিত বলি। তিনি সায় দেন, এরপর আমরা বুবলীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। এরপর শুটিং, আর এখন তো এখানে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।