ডেস্ক রিপার্ট: বলতে গেলে কিছু না করেই গত বছর জাতীয় দলে ফিরেছিলেন সৌম্য সরকার। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। এখন তো ঘরোয়া ক্রিকেটে রান করতে পারছেন না। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বাজে ফর্মের কারণে মোহামেডানের একাদশ থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। তারপরও হুট করেই সৌম্যকে নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের ব্যতিব্যস্ততা আলোচনার জন্ম দিয়েছে। ক্যারিয়ারের শুরুতে দারুণ কিছুর আভাস দেওয়া সৌম্যকে বিশ্বকাপের আগে পরখ করতে চাইছেন হাথুরুসিংহে।
শুধু সৌম্য একাই নন; নাঈম শেখ, আফিফ হোসেন, জাকির হাসানদের সামনে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ। আসন্ন ইমার্জিং এশিয়া কাপে সৌম্য খেলার সুযোগ পাচ্ছেন। এর বাইরে নাঈম, জাকির, মৃত্যুঞ্জয় চৌধুরী, শেখ মেহেদী হাসানের মতো ক্রিকেটাররা আছেন। আগামী ১৪ জুলাই শ্রীলঙ্কাতে শুরু হওয়া ইমার্জিং এশিয়া কাপে যারা ভালো করবেন, তাদের কয়েকজনের ভারতে বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে পরিষ্কার বার্তা দিয়ে রেখেছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।