ডেস্ক রিপার্ট: ২০০৯ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। কুয়েতের বিপক্ষে দারুণ লড়াই করে অতিরিক্ত সময়ের গোলে ছিটকে যেতে হয়। আগামীকাল মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে খেলছে ভারত ও কুয়েত। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করছেন, সেখানে বাংলাদেশও থাকতে পারতো!
টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে আজ সোমবার দুপুরে দুই ভাগে বিভক্ত হয়ে দল দেশে ফিরেছে। বিমানবন্দরে নেমে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারেননি জামাল। এরই ফাঁকে সাফ নিয়েও কথা বললেন তিনি। এখনও তার কণ্ঠ থেকে আফসোস ঝরছে। জামাল বলেছেন, ‘আমি তো মনে করি আমরা ফাইনালে খেলার মতো দল ছিলাম। ভারতের বিপক্ষে বাংলাদেশ ফাইনালে খেললে অবাক হওয়ার কিছু ছিল না। আমরাও খেলতে পারতাম। আমাদের আসলে দুর্ভাগ্য। আমরা ভালো খেলেও ফাইনালে যেতে পারলাম না।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।