ডেস্ক রিপোর্ট: টুইটারে টুইট (টুইটারে দেওয়া বার্তা) করার পাশাপাশি ভিডিও পোস্ট করেন অনেকে। এসব ভিডিও স্মার্টফোন ও কম্পিউটারের পাশাপাশি স্মার্ট টেলিভিশনেও দেখা যাবে। এজন্য খুব শিগগিরই ভিডিও অ্যাপ আনতে যাচ্ছে জনপ্রিয় এই ওয়েবসাইটটি। অ্যাপটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই টুইটারে আদান-প্রদান করা বড় ভিডিওগুলো টেলিভিশনে দেখতে পারবেন।
সম্প্রতি টুইটারে এস এম রবিনসন নামের এক ব্যবহারকারী টুইটে জানান, টুইটারে আমি এক ঘণ্টার ভিডিও দেখতে পারছি না। ভিডিওগুলো স্মার্ট টেলিভিশনে দেখার জন্য আমাদের সত্যিই টুইটারের ভিডিও অ্যাপ প্রয়োজন।
রবিনসনের টুইট নজর এড়ায়নি টুইটারের মালিক ইলন মাস্কের। ফিরতি টুইটে তিনি জানান, এটি আসছে। টুইটারের মালিকানা নেওয়ার পরপরই সাইটটির ব্যবহার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় গত মাসে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য দুই ঘণ্টার ভিডিও আপলোডের সুযোগ চালু করেছে টুইটার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।