লন্ডন প্রতিনিধি: ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী আনমারি ট্রেভেলিয়ান এই হতাশা ব্যক্ত করেন। ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান ব্রিটেনের সঙ্গে বাণিজ্যে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে ট্রেভেলিয়ান বলেন, আমরা খুব হতাশ। আমরা ভারতীয় অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবো।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার ভারত। পুতিন যাতে আগামীতে এই যুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হন সেজন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ অব্যাহত রাখবো। এদিকে গত ২ মার্চ ইউক্রেনে আগ্রাসনের কারণ দেখিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়। এতে নিন্দার পক্ষে ভোট দেয় বিশ্বের ১৪১ টি দেশ। অপরপক্ষে এর বিপক্ষে ভোট দেয় মাত্র ৫টি দেশ। বাকি দেশগুলো নিজেদের ভোটদান থেকে বিরত রেখেছে। ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভোটদানে বিরত থেকেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।