পেন্টাগন এবার বললো: চীনা বেলুন তথ্য সংগ্রহ করেনি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:৪১, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

পেন্টাগন এবার বললো: চীনা বেলুন তথ্য সংগ্রহ করেনি

newsup
প্রকাশিত জুলাই ৪, ২০২৩
পেন্টাগন এবার বললো: চীনা বেলুন তথ্য সংগ্রহ করেনি

যুক্তরাষ্ট্র অফিস: চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া চীনা গোয়েন্দা বেলুন ওয়াশিংটনের কোনও তথ্য সংগ্রহ করেনি। আজ মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে এমন তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলুনটি শনাক্তের পরপরই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে ভূ-পাতিত করা হয়। খবর রয়টার্সের।

পেন্টাগন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রিয়াডার বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখেছি, যুক্তরাষ্ট্রের আকাশে চলার সময় এটি কোনও তথ্য সংগ্রহ করছিল না।’
মার্কিন-চীন সম্পর্কের উত্তেজনার অন্যতম প্রধান কারণ এই গুপ্তচর বেলুন। মার্কিন আকাশে চীনের এমন বেলুন শনাক্তের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সফর বাতিল করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এছাড়া তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের ওপর চীনের সামরিক মহড়া নিয়ে দুই দেশের উত্তেজনা আরও চরম পর্যায়ে চলে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।