লন্ডন অফিস :
লন্ডন—ইউকে এর স্বনামধন্য সাহিত্য পত্রিকা শিকড় ২৫ বছর পূর্তি উপলক্ষে ইস্ট লন্ডনের পপলার মার্কেটে নিজেস্ব অফিসে রজত-জয়ন্তী পালনের এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয় ।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় শিকড় সম্পাদক কবি ফারুক আহমেদ রনির সভাপতিত্বে এবং কবি কাবেরী মুখার্জির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন – কবি কাবেরী মুখার্জি, কবি মুজিবুল হক মনি, কবি ফারুক আহমেদ রনি, সাইফুদ্দিন আহমদ বাবর, নাজমুল হক, বদরুল চৌধুরী, কবি রুহুল আমীন, মাশূক ইবনে আনিস, প্রখ্যাত ছড়াকার ও কবি দিলু নাসের প্রমূখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।