জিআই স্বীকৃতি পেলো বগুড়ার দইসহ ৪ পণ্য - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৭, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জিআই স্বীকৃতি পেলো বগুড়ার দইসহ ৪ পণ্য

newsup
প্রকাশিত জুলাই ৫, ২০২৩
জিআই স্বীকৃতি পেলো  বগুড়ার দইসহ ৪ পণ্য

ডেস্ক রিপোর্ট: বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট জিআই স্বীকৃতি পেলো ১৫টি পণ্য ।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের (ডিপিডিটি) ২৬ জুনের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৫ জুলাই) শিল্প মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

উল্লেখ্য, কোনও একটা দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনও পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। শুধু বাংলাদেশেই উৎপাদিত হয় এমন ১৫টি পণ্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্য কোনও দেশে নয়, এই পণ্যগুলো শুধু বাংলাদেশেই উৎপাদন করা সম্ভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।