ডেস্ক রিপোর্ট: শুরুটা ২০১৫ সালে, ‘রাজকাহিনি’ দিয়ে। তখনও টলিউডে নিজের অবস্থান পাকা করতে পারেননি অভিনেত্রী। তবে সেই ছবি দিয়েই বাজিমাত করেন। তার সাহসী অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ হয় দর্শক-সমালোচক সকলে। এরপর নানান ছবিতে কলকাতার সিনেমায় নিজেকে মেলে ধরেন, দখল করেন প্রথম সারির অবস্থান।
২০১৮ সালে সেই ত্রাতা নির্মাতার ছবিতে ফের অভিনয় করেন অভিনেত্রী। ‘এক যে ছিল রাজা’ নামের এই ছবিতেও নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখলেন তিনি। তবে পরিচালকের সঙ্গে তার প্রেমের মুখরোচক গল্প তখন টালিগঞ্জের অলিগলিতে। যদিও মুখ ফুটে এ নিয়ে কিছু বলেননি তারা। তবে গেলো অর্ধ দশকে আর কোনও সিনেমার জন্য তারা এক হননি। বলা হচ্ছে কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের কথা। দীর্ঘ পাঁচ বছর পর তারা ফের এক হচ্ছেন, নতুন সিনেমায়। সৃজিতের আগামী ছবি ‘দশম অবতার’-এ দেখা যাবে জয়াকে। খবর নিউজ১৮’র।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।