মহারাষ্ট্রের রাজনীতিতে চাচা-ভাতিজার লড়াই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৫৪, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মহারাষ্ট্রের রাজনীতিতে চাচা-ভাতিজার লড়াই

newsup
প্রকাশিত জুলাই ৫, ২০২৩
মহারাষ্ট্রের রাজনীতিতে চাচা-ভাতিজার লড়াই

ভারত প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রে চাচা-ভাতিজার ক্ষমতার লড়াই নাটকীয় মোড় নিয়েছে। এক দিকে আছেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পাওয়ার, অন্যদিকে তাঁরই ভাতিজা অজিত পাওয়ার। অজিত দল ত্যাগ করেছেন। অভিযোগ উঠেছে, এনসিপিতে ভাঙন ধরানোর নেপথ্যে রয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি।

কেন্দ্রে ক্ষমতাসীন দলটি ২০২৪ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিরোধী শিবিরে ভাঙন ধরাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই পদপদবি দিয়ে টানছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের। ফলে মহারাষ্ট্রে আরও এক দলে দেখা দিয়েছে ভাঙন।

এর আগে শিবসেনা ভেঙে একনাথ শিন্ডে ও তাঁর সমর্থক বিধায়কদের বেরিয়ে আসার মতোই গত রোববার এনসিপি থেকে বেরিয়ে গেলেন দলটির নেতা অজিত পাওয়ার। যোগ দিলেন শিবসেনা-বিজেপি জোটের সরকারে। এরপরই তাঁকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে বিজেপি সরকার।

অজিত পাওয়ারের সঙ্গে আসা অন্য আট বিধায়কও পেয়েছেন মন্ত্রী পদ। এনসিপিকে সম্প্রতি দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশ্য এখন সেই দলের নেতাদেরই রাজ্য সরকারের মন্ত্রী করেছেন। খবর টিভি নাইন বাংলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।