স্পোর্টস ডেস্ক: গনসালো মনতিয়েল যখন জয়সূচক পেনাল্টি নিচ্ছিলেন, তখন লিওনেল মেসি হাফওয়ে লাইনের কাছে। আর্জেন্টাইন ডিফেন্ডার স্পট থেকে জাল কাঁপান। দীর্ঘদিনের লালায়িত স্বপ্ন পূরণের আনন্দে সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক হাঁটু গেড়ে বসে পড়েন। পেনাল্টি শুটআউটের সময় তার পাশেই ছিলেন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। তিনিই সবার আগে অভিনন্দন জানিয়ে মেসিকে জড়িয়ে ধরেন।
সোফি মার্টিনেজ মাতেওসের সঙ্গে এক সাক্ষাৎকারে এবার পারেদেস প্রকাশ করলেন, ফ্রান্সকে ফাইনালে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মেসির প্রথম কথা কী ছিল। সেই স্মৃতি কোনোদিন ভুলবেন না তিনি।
পারেদেস বলেন, ‘মেসিকে ওই সময় জড়িয়ে ধরার মুহূর্ত, আমি আমার জীবনের বাকি সময় পর্যন্ত স্মৃতির পাতায় রেখে দেবো। পেছনে ঘুরে তাকালাম, দেখলাম সে হাঁটু গেড়ে বসে পড়েছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তাকে প্রথম ব্যক্তি হিসেবে জড়িয়ে ধরা ছিল অসাধারণ। আমি তার দিকে চেঁচিয়ে বললাম, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন’ এবং সে আমাদের শুধু বললো, ‘ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।