৭ বছর আগেই জানাবে স্মার্টওয়াচ
০৫ জুলা ২০২৩, ১২:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: স্মার্টফোনের সাহায্যে সাত বছর আগে থেকেই পারকিনসন্স হওয়ার লক্ষণ শনাক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইউকে ডিমেনশিয়া রিসার্চ ইনস্টিটিউট টিম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ১ লাখ ৩ হাজার ৭১২ জন স্মার্টওয়াচ ব্যবহারকারীর উপাত্ত বিশ্লষণ করে এ তথ্য জানিয়েছে। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে তাদের এক সপ্তাহের চলাফেরার গতি পর্যবেক্ষণ করে আভাস দেওয়া গেছে ভবিষ্যতে কার এই রোগ হতে পারে।
বিবিসি জানায়, পারকিনসন্স রোগে আক্রান্ত হওয়া ব্যক্তির মস্তিষ্ক অনেক বছর ধরেই নষ্ট হতে থাকে। এসব ব্যক্তির যেসব লক্ষণ প্রকাশ পায়, তার মধ্যে রয়েছে— অনিচ্ছাকৃত কাঁপুনি, ধীর চলাফেরা, শক্ত এবং নমনীয় পেশী ইত্যাদি। কিন্তু যখন এগুলোর ডায়াগনসিস করা হয় তখন দেখা যায়— মস্তিষ্কের অনেকটাই স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যা ঠিক করা সম্ভব নয়।
এ বিষয়ে প্রধান গবেষক ড. সিনথিয়া স্যানডর বলেন, ‘মাত্র এক সপ্তাহের উপাত্ত বিশ্লেষণ করে সাত বছর আগে থেকেই এই রোগের পূর্বাভাস দেওয়া সম্ভব।’ তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে অনেক আগে থেকেই আমরা এটি নিরাময়ের জন্য রোগীকে সাহায্য করতে পারবো। অর্থাৎ ভবিষ্যতে রোগটির প্রাথমিক অবস্থা থেকেই এর চিকিৎসা শুরু করা সম্ভব হবে।’