যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের একজন বিচারক মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কিছু কর্মকর্তা ও সংস্থাকে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগে কড়াকড়ির নির্দেশনা দিয়েছেন।
লুইজিয়ানা ও মিজৌরি অঙ্গরাজ্যের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল মিলে মামলা করলে বিচারক এই রায় দেন। যুক্তরাষ্ট্রের সরকারি অফিসের কর্মকর্তারা কোভিডকালে টিকাবিরোধী মনোভাবকে উস্কে দেয় কিনা বা নির্বাচন বাধাগ্রত্ত করতে পারে কিনা এমন আশঙ্কায় ওই কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর খুব নিকটে চলে যান।
বিচারক টেরি ডাউটি তাঁর আদেশে বলেছেন, স্বাস্থ্য ও মানবসেবা (ডিএইচএইচএস) ও এফবিআই’র মতো সরকারি সংস্থাগুলো সামাজিকমাধ্যম কোম্পানিগুলোকে যেসব ক্ষেত্রে বাকস্বাধীনতা প্রশ্ন রয়েছে এমন কোনো কিছু সরাতে, মুছে ফেলতে বা প্রচার কমাতে বলতে পারবে না।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।