কষ্ট পেয়েছেন বিশ্বকাপ জয়ী মার্টিনেজ

Daily Ajker Sylhet

newsup

০৯ জুলা ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ণ


কষ্ট পেয়েছেন বিশ্বকাপ জয়ী মার্টিনেজ

ডেস্ক রিপোর্ট: ১১ ঘণ্টার সফরে ঢাকায় এসে কোনও বাংলাদেশের ফুটবলারের সঙ্গে দেখা হয়নি এমিলিয়ানো মার্টিনেজের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপারের সঙ্গে হযরত শাহাজাল বিমানবন্দরে দেখা করার চেষ্টা করেও সফল হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কয়েক হাত ছোঁয়া দূরত্বে থেকে তার দেখা করতে না পারার বিষয়টি কেউই ভালোভাবে নিতে পারেনি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি।

তবে এমন ঘটনার পর কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে জামালের কথা হয়েছে। রবিবার বোনাসের অর্থ নিতে এসে জামাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শতদ্রু আমাকে ফোন করে ক্ষমা চেয়েছেন, বলেছেন যা হয়েছে তার জন্য আন্তরিকভাবে তিনি দুঃখিত। কলকাতার সবাই আমার বিষয়টা জেনেছে। তারা এ নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। মার্টিনেজ খুবই কষ্ট পেয়েছে আমার ঘটনায়। তাই আমার আর ছেত্রীর জন্য জার্সি পাঠিয়েছে।’

তবে সেই জার্সি এখনও হাতে পাননি জামাল । অপেক্ষায় আছেন। জামাল নিজেই বলেছেন, ‘জার্সি এখনও কলকাতায় আছে। শতদ্রু বলেছেন পরবর্তী কোনও অনুষ্ঠান হলে তিনি আমায় আমন্ত্রণ জানাবেন। তখনই সেই জার্সি আমার হাতে তুলে দেওয়া হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।