ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু বাংলাদেশের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:১৮, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু বাংলাদেশের

newsup
প্রকাশিত জুলাই ৯, ২০২৩
ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: ১১ বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। দলের বেশিরভাগ ক্রিকেটারের মিরপুরে অভিষেক হয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়ে। কিন্তু সেটি জয়ে রাঙাতে পারলেন না তারা। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে।

রবিবার আগে ব্যাট করে ভারতকে ১১৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিক দল। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল সফরকারীরা। মারুফা আক্তারের পেস তোপে পড়ে ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। দলীয় ২১ রানে জেমিমাহ রদ্রিগেজের উইকেট পড়লে ম্যাচের নিয়ন্ত্রণ নেন স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কৌর। তৃতীয় উইকেটে দু’জনের ৭০ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। স্মৃতি ৩৪ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর যস্তিকা ভাটিয়াকে নিয়ে হারমানপ্রীত ২২ বল আগেই দলকে ৭ উইকেটের জয় পাইয়ে দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।