স্পোর্টস ডেস্ক: অষ্টম উইম্বলডন শিরোপার পথে ভালোভাবে এগোচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শুক্রবার পুরোনো প্রতিপক্ষ স্তান ওয়াওরিঙ্কাকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছেন সার্ব তারকা।
জোকোভিচ ৬-৩, ৬-১, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন ওয়াওরিঙ্কাকে। আগেভাগেই হার মেনে নিয়েছিলেন সার্ব তারকার প্রতিপক্ষ। ২০১৫ সালের ফ্রেঞ্চ ওপেন ও ২০১৬ সালের ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচকে হারিয়ে তিন গ্র্যান্ড স্লামের দুটি জিতেছিলেন ওয়াওরিঙ্কা। সবশেষ লড়াইয়ে নামার আগে তিনি জানান, বর্তমান শীর্ষ র্যাঙ্কিংধারীকে হারানোর কোনও সম্ভাবনা নেই তার। একই দিন বিশ্বের ৮৪ নম্বর খেলোয়াড় মুলারকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা পেয়েছেন আলকারেজ। দানিল মেদভেদেভ হারান ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।