লন্ডন প্রতিনিধি: অর্থের বিনিময়ে কিশোরীর কাছ থেকে যৌনতাপূর্ণ ছবি নিয়েছেন বলে বিবিসির এক তারকা উপস্থাপকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ওই কিশোরীর মায়ের অভিযোগের বরাতে যুক্তরাজ্যেরর সংবাদমাধ্যম দ্য সান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই উপস্থাপক কিশোরীর কাছ থেকে তিন বছর ধরে অর্থের বিনিময়ে তার যৌনতাপূর্ণ ছবি নিয়েছেন। তিনি ২০ বছরের কিশোরীকে সবমিলিয়ে ৩৫ হাজারের বেশি পাউন্ড দিয়েছেন।
কিশোরীর মা শুক্রবার সানকে জানিয়েছেন, যৌনতাপূর্ণ ছবির জন্য বিবিসির উপস্থাপক তার কিশোরী মেয়েকে অর্থ দিয়েছেন। মেয়ের ফোনে তার অন্তর্বাস পরা ছবি দেখে তিনি বিষয়টি স্পষ্ট হয়েছেন।
তিনি বলেন, আমি ওই তারকা উপস্থাপককে টিভিতে দেখতে পছন্দ করি। হঠাৎ তার বাসায় ছোফাতে শুধু অন্তর্বাস পরা ছবি দেখে তাকে আামি চিনতে পেরেছি। খুব মর্মাহত হয়েছি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।