কানাডা অফিস: কানাডায় নতুন আইনের কারণে মেটা তাদের প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ লিংক শেয়ার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। লিংক শেয়ার বাতিলের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ ও ‘অবিবেচক’ বলে আখ্যায়িত করেছেন কানাডার ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী পাবলো রদ্রিগেজ। তিনি জানিয়ে দিয়েছেন, ফেসবুক আর ইনস্টাগ্রামে কানাডা সরকার তাদের সব বিজ্ঞাপন বাতিল করবে।
সপ্তাহ দুয়েক আগে কানাডায় অনলাইন নিউজ অ্যাক্ট (সি-১৮) নামে নতুন আইন পাস হয়েছে। এতে বলা হয়েছে, গুগল ও মেটাসহ যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে সংবাদের লিংক শেয়ার হয়। ওইসব সংবাদের প্রস্তুতকারক অর্থাৎ সংবাদমাধ্যমগুলোকে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া একই রকম আইন করেছিল।
আইনটি পাসের পর মেটার পাশাপাশি গুগলও কানাডায় তাদের প্ল্যাটফর্মগুলো থেকে সংবাদের লিংক শেয়ার বন্ধের ঘোষণা দেয়। মন্ত্রী পাবলো রদ্রিগেজ অবশ্য মঙ্গলবার দুই প্রযুক্তি জায়ান্টকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।