কথা রাখলেন জয়া আহসান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৮, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কথা রাখলেন জয়া আহসান

newsup
প্রকাশিত জুলাই ১১, ২০২৩
কথা রাখলেন জয়া আহসান

ডেস্ক রিপোর্ট: এই ঢাকা তো এই কলকাতা, জয়া আহসান কখন কোন শহরে থাকেন, তা ঠাহর করা মুশকিল বটে। এর মধ্যে আবার সুযোগ বুঝে উড়াল দেন অন্য দূর দেশে, ভ্রমণে। এই যেমন সম্প্রতি ঘুরে এলেন যুক্তরাজ্য থেকে।

এতসব ব্যস্ততার ভিড়ে দেওয়া কথা রাখতে ভোলেন না দুই বাংলার দেবী। যেটার প্রমাণ মিলল আজ মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে। সেখানে চলছে বুয়েট ফিল্ম সোসাইটির আয়োজনে চলতরঙ্গ সিনেসপ্তাহ।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে দেখানো হয় যুবরাজ শামীম নির্মিত ‘আদিম’। যেটি বিখ্যাত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। গত ২৬ মে মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। তবে দেশে না থাকায় সেটি দেখার সুযোগ পাননি জয়া আহসান। তাই যুবরাজের কাছে অভিনেত্রী বলে রেখেছিলেন, যখন ঢাকায় ফের ‘আদিম’র প্রদর্শনী হবে, তাকে যেন জানানো হয়। তিনি ছবিটি দেখতে চান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।