ভারতে ১৫ বছরে সাড়ে ৪১ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪৯, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ভারতে ১৫ বছরে সাড়ে ৪১ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত

newsup
প্রকাশিত জুলাই ১১, ২০২৩
ভারতে ১৫ বছরে সাড়ে ৪১ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত

ভারত প্রতিনিধি: ২০২১ সাল পর্যন্ত ভারতে ১৫ বছরে ৪১ কোটি ৫০ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির এই সাফল্যের তথ্য জানিয়েছে।

ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক দারিদ্র্য প্রতিবেদনে (এমপিআই) এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ভারতসহ ২৫টি দেশ সফলভাবে ১৫ বছরের মধ্যে তাদের দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে এনেছে। দেশগুলোর মধ্যে রয়েছে কম্বোডিয়া, চীন, কঙ্গো, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, মরক্কো, সার্বিয়া ও ভিয়েতনাম।

জাতিসংঘের তথ্যানুসারে, এই ১৫ বছরে ভারতে দারিদ্র্যের হার ৫৫ দশমিক ০১ শতাংশ থেকে ১৬ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। ২০০৫-০৬ সালে দেশটিতে প্রায় সাড়ে ৬৪ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করত। ২০২১ সালে এই সংখ্যা ২৩ কোটিতে নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।