যৌন সহিংসতা উন্নয়নে বাধা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১৯, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যৌন সহিংসতা উন্নয়নে বাধা

newsup
প্রকাশিত জুলাই ১১, ২০২৩
যৌন সহিংসতা উন্নয়নে বাধা

ডেস্ক রিপোর্ট: ২০২০ সাল, মার্চ মাস। কভিড মহামারি আঘাত হেনেছে বাংলাদেশেও। অদৃশ্য ভাইরাসের আতঙ্কে দুশ্চিন্তায় ভর করে চলতে থাকে জীবন। মানুষ অনলাইনে তথ্যের আদান-প্রদানে অভ্যস্ত হতে থাকে। ওই সময় থেকেই ঘরবন্দি সময়কে পারিবারিক নির্যাতনের ঊর্ধ্বগতির জন্য দায়ী করেন মানবাধিকারকর্মীরা। তবে ২০২১ সালে ধর্ষণের ঘটনা বাড়ে উদ্বেগজনকভাবে।
বিশিষ্টজনরা মনে করেন, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণ ও হত্যা এবং পারিবারিক সহিংসতার ঘটনা বিগত সময়ের তুলনায় এখন উদ্বেগজনকভাবে বেশি ঘটেছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে দেশে যথেষ্ট কঠোর আইন থাকা সত্ত্বেও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। বিচারহীনতা, বিচারে দীর্ঘসূত্রতা ও অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা ক্রমাগত ঘটেই চলেছে।

চলতি বছর ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী স্থানীয় বখাটে যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হন। ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়। বিচারহীনতার সংস্কৃতির কারণে প্রতিনিয়ত দেশের নারী ও শিশু যৌন নির্যাতনের শিকার হচ্ছে। ফলে ধর্ষণের চিত্রটা আরও উদ্বেগজনক আকার ধারণ করতে পারে বলে মনে করেন বিশিষ্টজন।

‘মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদন’-এ বলা হয়, ২০২১ সালে ৬৯২ নারী এবং ৯৪৫ শিশু ও কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। নারীর প্রতি সহিংসতার ঘটনার মধ্যে ধর্ষণের ঘটনা ৩৯৬টি; দলবদ্ধ ধর্ষণের শিকার ১০৭ জন নারী; ধর্ষণ ও হত্যার শিকার ১১ জন নারী; ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৩ জন নারী; ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৮২ জনকে ও যৌন হয়রানির শিকার হয়েছেন ৮২ জন নারী। এ ছাড়াও প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন ১১ জন। অ্যাসিড সন্ত্রাসের শিকার ১৬ জন নারী। অপরদিকে, ২০২১ সালে নারীর প্রতি সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনে ৩৩০ জন; ৮২ জনের অস্বাভাবিক মৃত্যুসহ ৫৭৮ জন নারী হত্যার শিকার হয়েছেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘বাড়ি, কর্মস্থল, পরিবহন, রাস্তাঘাট- কোথাও নারী নিরাপদ নন। সর্বত্র নারীর প্রতি এক ধরনের হয়রানি, সহিংসতা, নির্যাতন চলছেই। প্রায় তিন দশক ধরে নারীর জন্য কাজ করার পরও আজ আমরা হতাশ।’ নারীর প্রতি সহিংসতার ঘটনায় তিনি বিচারহীনতার সংস্কৃতিকেই দায়ী করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।