অ্যাসাইলামে পাসপোর্টের সব পৃষ্ঠার ছবি দিতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩৩, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অ্যাসাইলামে পাসপোর্টের সব পৃষ্ঠার ছবি দিতে হবে

newsup
প্রকাশিত জুলাই ১১, ২০২৩
অ্যাসাইলামে পাসপোর্টের  সব পৃষ্ঠার ছবি দিতে হবে

নিউইয়র্ক প্রতিনিধি: বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে বৈধ উপায়ে আমেরিকায় আসার পর অনেকেই এখানে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেন। এ জন্য তারা অ্যাসাইলাম কেস ফাইল করেন। যুক্তরাষ্ট্রে আসার এক বছরের মধ্যে এই ফাইল করতে হয়। অ্যাসাইলাম আবেদন করার পর কেসের প্রক্রিয়া সম্পন্ন করে ইউএসসিআইএস।
আগে এই অ্যাসাইলাম কেস করার সময় আবেদনকারীকে তার পাসপোর্টের কপি, ভিসার কপি এবং এন্ট্রি কপি প্রমাণের জন্য আই-৯৪ দিলেই হতো। এখন অ্যাসাইলাম কেসের জন্য দিতে হচ্ছে পাসপোর্টের সব পৃষ্ঠার কপি। ফলে এখন থেকে চাইলেও কেউ তার ভ্রমণ-সংক্রান্ত তথ্য, ইতিহাস, ডলার এনডোর্সমেন্টসহ বিভিন্ন তথ্য গোপন করতে পারবেন না। পাসপোর্টের যাবতীয় তথ্য দেখার জন্যই মূলত এই নিয়ম করেছে ইউএসসিআইএস।
এ বিষয়ে অ্যাটর্নি জান্নাতুল রুমা বলেন, আমেরিকায় বৈধ পথে আসার পর যারা স্থায়ীভাবে এখানে থেকে যাওয়ার চিন্তা করেন, তাদের উচিত এক বছরের মধ্যেই অ্যাসাইলাম কেস ফাইল করা। কিন্তু কেউ কেউ এক বছরের বেশি এমনকি কয়েক বছর পরও ফাইল করেন। এতে ফাইল রিজেক্ট হওয়ার শঙ্কা থাকে। তাই ফাইলিংয়ের সময়ের বিষয়টি কঠোরভাবে মানা উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।