নিউইয়র্কারকে চাকরি দিচ্ছে এসওয়াইইপি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৫, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিউইয়র্কারকে চাকরি দিচ্ছে এসওয়াইইপি

newsup
প্রকাশিত জুলাই ১১, ২০২৩
নিউইয়র্কারকে চাকরি দিচ্ছে এসওয়াইইপি

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্ক সিটিতে ডিপার্টমেন্ট অব ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টর অধীনে সিটির তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করা হচ্ছে। সাধারণত এই চাকরির জন্য প্রতিবছরের জানুয়ারি মাস থেকে ১৪ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দেওয়ার পর সেগুলো বাছাই করে যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হয়। চলতি বছর যারা বাছাই হয়েছেন, তাদের মধ্যে কে কোথায় ও কোন ধরনের চাকরি করবেন, সেই সংক্রান্ত পছন্দের তালিকা জমা দিয়েছেন। পাশাপাশি তাদের ট্রেনিং চলছে। ১০, ১১, ১২ জুন এ-সংক্রান্ত ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ওরিয়েন্টেশন সম্পন্ন হওয়ার পর যারা সবকিছু সফলভাবে সম্পন্ন করবেন, তাদের প্লেসমেন্ট করা হবে। ওরিয়েন্টেশন ছাড়া কাউকে প্লেসমেন্ট করা হবে না।
এদিকে যারা ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন করেছেন, তারা এখন সেক্সুয়াল হ্যারেজমেন্টের ট্রেনিং করবেন। নিউইয়র্র্ক সিটিতে জবের বাধ্যতামূলক নিয়ম হচ্ছে সেক্সুয়াল হ্যারেজমেন্টের ট্রেনিং করা। এই ট্রেনিংয়ের পর বাকি সব প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর আগামী ৫ জুলাই থেকে চাকরি শুরু হবে। এটি হবে সপ্তাহে ২৫ ঘণ্টার জন্য। ছয় সপ্তাহের জন্য সুযোগ দেওয়া হয়েেেছ। ঘণ্টাপ্রতি ১৫ ডলার করে বেতন দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।