আইএস নেতা হত্যার দাবি যুক্তরাষ্ট্রের – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:০৭, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আইএস নেতা হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

newsup
প্রকাশিত জুলাই ১১, ২০২৩
আইএস নেতা হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র অফিস: পূর্ব সিরিয়ায় বিমান হামলা চালিয়ে মার্কিন বাহিনী আইএস নেতা উসামাহ আল-মুহাজিরকে হত্যা করেছে বলে দাবি করেছে। আজ মঙ্গলবার সকালে ওই হামলা চালানো হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আল-মুহাজির এমকিউ-৯ রিপার ড্রোন হামলায় নিহত হন। সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা বলেন, আমরা আইএসের পরাজয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আইএস এই অঞ্চলের (সিরিয়া) বাইরেও একটি হুমকি।

সেন্টকম বলছে, এই হামলায় কোনো বেসামরিক লোক নিহত হয়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্ররা বেসামরিক কেউ আহত হয়েছে কি না তার খোঁজ নিচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।