ডেস্ক রিপোর্ট: নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। এর জন্য কম হা-পিত্যেশ করতে হয়নি। তবে অনেক দিন পর হলেও তাদের আশা পূরণ হতে যাচ্ছে। ১৩ ও ১৬ জুলাই সেই নেপালের বিপক্ষে হতে যাচ্ছে দুটি ফিফা প্রীতি ম্যাচ। ম্যাচ দুটি খেলার জন্য বলতে গেলে বাংলাদেশ দলের সবাই ক্ষুধার্ত দৃষ্টিতে চেয়ে আছেন।
তবে এতদিনের ব্যবধানে বাংলাদেশ দলে ঘটে গেছে অনেক কিছু। নিয়মিত হেড কোচ গোলাম রব্বানী ছোটন দলের সঙ্গে আর নেই। পদত্যাগ করেছেন। তার ওপর সাফে আলো ছড়ানো অনেক খেলোয়াড় না থাকায় অভিষেকের অপেক্ষায় অন্তত পাঁচ জন। যাদের সবাই অনূর্ধ্ব-২০ দলের। তবে ভারসাম্য নষ্ট হলেও সাবিনা খাতুনদের চাহিদায় পরিবর্তন হয়নি। সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু সংবাদ সম্মেলনে জানালেন, ‘আমরা অনেক দিন ধরেই খেলতে পারছিলাম না। আমি যেমন ক্ষুধার্ত ছিলাম, মেয়েরাও তেমনি ক্ষুধার্ত। সবাই একসঙ্গে অনুশীলন করছে। টুকটাক ইনজুরি ছিল, সবাই রিকভারি করেছে। আশা করি ভালো ম্যাচ হবে।’
নিয়মিত কোচ ছোটনের চলে যাওয়ার পর দলটি নানান সমস্যার মধ্যে যাচ্ছিল। কয়েকজন খেলোয়াড় খেলা কিংবা ক্যাম্পই ছেড়ে দিয়েছেন। কেউবা রয়েছেন চোটে। তারপরও ছোটনের শূন্যতায় দল গুছিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন লিটু। তার কথা, ‘প্রত্যেক পরিবারেই একটা দুঃসময় আসে। আমি বলবো যে আমাদের ক্রাইসিস মোমেন্ট ছিল। আস্তে আস্তে চেষ্টা করছি সেটা উতরে যেতে। ফেডারেশনও চাচ্ছে…বাফুফে সভাপতি, কিরণ আপা (মাহফুজা আক্তার) কোচের জন্য দেশের বাইরেও চেষ্টা করছেন। আশা করি যে শূন্যতা আছে, সেটা তারা পূরণ করবে। আমি চেষ্টা করেছি সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে। যাতে মেয়েরা তাদের সর্বোচ্চটা দিতে পারে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।