ডেস্ক রিপোর্ট: নেপালে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ম্যাচ কাকে বলে সেটা ভুলেই গেছে বাংলাদেশ। তাই তো হতাশায় অনেকে ক্যাম্প ছেড়েছেন। বাকি যারা আছেন তারা অবশ্য নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন ভীষণভাবে। দীর্ঘদিন পর খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ দল চাইছে তাতে আশা জাগানিয়া পারফরম্যান্স করতে।
অধিনায়ক সাবিনা খাতুন তো অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলার উপলক্ষ পেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। বুধবার সংবাদ সম্মেলনে সাবিনা শুরুতে বলেছেন, ‘যেহেতু আট-নয় মাস পর মাঠে নামছি, নতুন করে আসলে কিছু বলার নাই। আপনাদের সকলের দোয়া চাই, যাতে দুটা ম্যাচ ভালোভাবে শেষ করতে পারি।’
নারীদের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর অপ্রত্যাশিত বাঁক বদলের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ দল। খেলা ছেড়েছেন অনেকে। পদত্যাগ করেছেন নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটনও। তাই অধিনায়ককে এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হলো, গোলাম রব্বানী ছোটন না থাকায় দলে কেমন প্রভাব পড়ছে? জবাবে সাবিনা বলেছেন, ‘বাস্তবতা মানতে হবে এবং একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এটা মেনে নিতেই হবে যে আজকে লিটু স্যার থাকে, কাল অন্য কেউ থাকতে পারে। ছোটন স্যারের সঙ্গে আমাদের একটা পারিবারিক বন্ধন ছিল, মেয়েদের প্রতি তিনি ভীষণ যত্নবান ছিলেন। অবশ্যই স্যারকে মিস করবো।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।