মেয়েরা যথেষ্ট ভালো খেলেছে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:২৬, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মেয়েরা যথেষ্ট ভালো খেলেছে

newsup
প্রকাশিত জুলাই ১৩, ২০২৩
মেয়েরা যথেষ্ট ভালো খেলেছে

ডেস্ক রিপোর্ট: বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের গ্যালারিতে বসে সাবেক শিষ্যদের খেলা দেখেছেন গোলাম রব্বানী ছোটন। শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের বিপক্ষে ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় ছোটন হয়তো কিছুটা হতাশ হয়েছেন। তবে তার জায়গায় হেড কোচ হয়ে ডাগআউটে দায়িত্ব পালন করা মাহবুবুর রহমান লিটুর কাছ থেকে ম্যাচ শেষে প্রশংসা পেয়েছেন সাবিনা-সানজিদা-মনিকারা।

ম্যাচঘড়ির ৬৫ মিনিটে সাবিনার দারুণ এক গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তবে শেষ দিকে নেপাল আক্রমণে তেজ বাড়িয়ে সমতায় ফেরে। দলের বড় তারকা সাবিত্রা ভাণ্ডারি লক্ষ্যভেদ করে স্বাগতিকদের জিততে দেননি।

তবে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে এসে ড্র করে মাঠ ছাড়াটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন লিটু। তিনি বলেন, ‘গোলাম রব্বানী ছোটন-পল স্মলি সবসময় দলের সঙ্গে থাকতেন। আজ নেই। কয়েক জন খেলোয়াড়ও নেই। ম্যাচটাকে তাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। ম্যাচের আগে মাশুরা-কৃষ্ণাকে চোটের কারণে অনুশীলনে ঠিকমতো পাইনি। তার ওপর ওরা ১০ মাস ধরে খেলায় ছিল না। আমি মনে করি ম্যাচে ওরা যথেষ্ট ভালো খেলেছে। আমার প্রথম অ্যাসাইনমেন্ট, মেয়েরা ভালো খেলেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।