থাইল্যান্ডে সেমিফাইনালে ইমরানুর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৬, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডে সেমিফাইনালে ইমরানুর

newsup
প্রকাশিত জুলাই ১৩, ২০২৩
থাইল্যান্ডে সেমিফাইনালে  ইমরানুর

ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ডের ট্র্যাকেও আলো ছড়াতে শুরু করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন ৩০ বছর বয়সী লন্ডন প্রবাসী এই অ্যাথলেট।

বৃহস্পতিবার ব্যাংককে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে এক নম্বর হিটে ১০.২৫ সেকেন্ড সময় দিয়ে দৌড় শেষ করেন লন্ডনে জন্ম নেওয়া ইমরানুর। নিজেদের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। এই ইভেন্টে ১০.১০ সেকেন্ড টাইমিং নিয়ে হিটে প্রথম হয়েছেন জাপানের প্রতিযোগী হিরোকি ইনাগিতা। থাইল্যান্ডে অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি ইমরানুর। ব্যক্তিগত সেরা টাইমিং তার ১০ দশমিক ২২ সেকেন্ড। যেটি বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে করেছিলেন। আগামীকাল শুক্রবার হবে সেমিফাইনাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।