অ্যাসাঞ্জের জন্য ক্ষমা প্রার্থনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫১, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

অ্যাসাঞ্জের জন্য ক্ষমা প্রার্থনা

newsup
প্রকাশিত জুলাই ১৩, ২০২৩
অ্যাসাঞ্জের জন্য ক্ষমা প্রার্থনা

যুক্তরাষ্ট্র অফিস: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ক্ষমা করে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বর্তমানে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
ইরাক ও আফগানিস্তান যুদ্ধসম্পর্কিত মার্কিন সামরিক গোপন তথ্য প্রকাশের অভিযোগে বিচারের মুখোমুখি করার জন্য যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের মুখে রয়েছেন অস্ট্রেলীয় এই প্রকাশক।
গত সোমবার জেনেভা প্রেসক্লাবে স্টেলা অ্যাসাঞ্জ বলেন, বাইডেন চাইলে যেকোনো সময় বিষয়টির ইতি টানতে পারেন। নির্বাচনের সময় অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করার মধ্যে তাঁর প্রশাসনের কোনো স্বার্থ নেই।
অ্যাসাঞ্জের স্ত্রী আরও বলেন, যুক্তরাজ্য কর্তৃপক্ষ ইঙ্গিত দিচ্ছে, তারা প্রক্রিয়াটি জোরদার এবং অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ করতে চায়। তাই এই গ্রীষ্মের শেষ নাগাদ অ্যাসাঞ্জকে প্রত্যর্পণের সম্ভাবনা প্রবল। তিনি বলেন, ‘বাইডেন প্রশাসনকে বিষয়টি সামলাতে হবে। আমি মনে করি না, এতে তাদের কোনো স্বার্থ রক্ষিত হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।