ডেস্ক রিপোর্ট: রাফি উজ্জামান রাফির দুর্দান্ত বোলিংয়ে নাকানিচুবানি খেলো দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। ৫০ ওভারের ম্যাচে মাত্র ১২৮ রানেই অলআউট তারা। রাজশাহীতে এই রান তাড়া করতে সমস্যা হয়নি বাংলাদেশ যুব দলের। যদিও কিছুটা বাধার মুখে পড়েছিল তারা।
আজ শনিবার চতুর্থ ওয়ানডেতে চার উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ এ সমতা ফেরালো বাংলাদেশ। লক্ষ্য ছোট হলেও বাংলাদেশ ৭৮ রানে ৬ উইকেট হারালে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। তবে আশরাফুজ্জামান ও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান। ২৯ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে স্বাগতিকরা।
লক্ষ্যে নেমে ৪৬ রানে ৩ উইকেট হারালেও বাংলাদেশ সহজ জয়ের পথে ছিল। কিন্তু ৩ উইকেটে ৭৭ রান করা দলটি এক রানের ব্যবধানে তিন ব্যাটারকে হারায়। তারপর সমান ২৫ রানে অপরাজিত থেকে ওই ধাক্কা সামলে ম্যাচ জেতান আশরাফুজ্জামান ও রাব্বি। এছাড়া একই রান করেন ওপেনার আদিল বিন সিদ্দিক। ২২ ও ২১ রান করেন রিজান হোসেন ও নাঈম আহমেদ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।