ডেস্ক নিউজঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন শাখার আওতাধীন পশ্চিম শিলুয়া আঞ্চলিক শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫জুলাই) ২ ঘটিকার সময় পশ্চিম শিলুয়া পঞ্চগ্রাম লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা হল রুমে এ কাউন্সিল সম্পন্ন হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালবাড়ী ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ শরীফ উদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাফিজ এবাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা তালামীযের সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, গোয়ালবাড়ী ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি হাফিজ জবরুল ইসলাম, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসাইন খান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল মুকিত কে সভাপতি, হোসাইন আহমদ কে সাধারণ সম্পাদক ও এমদাদুল হক কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।