রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:০৩, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

newsup
প্রকাশিত জুলাই ২২, ২০২৩
রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনে রণক্ষেত্রে রাশিয়ার সামরিক সরঞ্জাম সরবরাহের গতি ও যুদ্ধের জন্য অর্থের সংস্থান কমানোর লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার আওতায় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, যত দিন যুদ্ধ চলমান থাকবে আমরা এই ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখব। এটিই শেষ নিষেধাজ্ঞা নয়। আগামী দিনগুলোতে আরও উপযুক্ত নিষেধাজ্ঞা জারির উপায় আমার বিবেচনা করব।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, রাশিয়ার খনি, প্রযুক্তি ও গোলাবারুদ প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ব্যাংককে লক্ষ্য করে। পাশাপাশি কিরগিজস্তানভিত্তিক একটি ইলেক্ট্রনিকস প্রতিষ্ঠান এবং এর মালিকদের নিষেধাজ্ঞায় রাখা হয়েছে। এই কোম্পানিটি রাশিয়ায় বিভিন্ন ইলেক্ট্রনিকস সামগ্রী ও প্রযুক্তি রফতানি করে আসছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।