ভারত প্রতিনিধি: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এক পরিবারের বাবা-ছেলেসহ অন্তত ছয়জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল শনিবারে শুরু হওয়া সহিংসতা আজ রোববারও অব্যাহত রয়েছে। কয়েক সপ্তাহ মোটামুটি শান্ত থাকার পর আবার নতুন করে সহিংসতা বাড়াতে উদ্বিগ্ন প্রশাসন। কেন্দ্র সরকারের নিরাপত্তা বাহিনী ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যে ক্ষমতাসীন বিজেপি দলের নেতারাই।
গতকাল থেকে যে সহিংসতা শুরু হয়েছে, তার কেন্দ্রস্থল মধ্য দক্ষিণ মণিপুরের দুই জেলা বিষ্ণুপুর ও চুড়াচাঁদপুরের সীমান্ত। এই সীমান্তের বিভিন্ন অঞ্চলে গতকাল থেকে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হচ্ছে স্থানীয় মেইতেই এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে। সংঘর্ষ হচ্ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুপক্ষেরই। বন্দুকযুদ্ধের পাশাপাশি অত্যাধুনিক মর্টার এবং গ্রেনেড ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে। প্রায় তিন মাস ধরে সহিংসতা চলাকালীন একাধিক সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছে। আগ্নেয়াস্ত্র লুণ্ঠিত অস্ত্রাগার থেকেই আসছে বলে মনে করা হচ্ছে। তিন মাসের এই সহিংসতায় এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।