স্পোর্টস ডেস্ক: মেয়েদের বিশ্বকাপের গত দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে দিলো সুইডেন। শেষ ষোলোতে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতেছে তারা। তাতে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে গেলো আমেরিকানদের।
পুরো ম্যাচে আক্রমণাত্মক ছিল যুক্তরাষ্ট্র। সুইডিশ গোলকিপার জেকিরা মুসোভিচ দেখান বীরত্ব। চারবারের চ্যাম্পিয়ন আমেরিকানদের ১১টি শট ঠেকান তিনি।
৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য থেকে। অতিরিক্ত সময়েও কোনও দল গোলমুখ খুলতে পারেনি।
নাটকীয়তায় ভরা পেনাল্টি শুটআউট জিতে দুইবারের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে সুইডেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।