তাইওয়ানকে সাড়ে ৩৪ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:১৭, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

তাইওয়ানকে সাড়ে ৩৪ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

newsup
প্রকাশিত আগস্ট ৬, ২০২৩
তাইওয়ানকে সাড়ে ৩৪ কোটি ডলার  সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র অফিস: হোয়াইট হাউসের ঘোষণায় কোন ধরনের অস্ত্র বা সরঞ্জাম তাইওয়ানে পাঠানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে প্রদেয় অস্ত্রের মধ্যে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ছোট অস্ত্র ও নজরদারি সামগ্রী রয়েছে।

স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের জন্য ৩৪ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন এক বিবৃতিতে সহায়তা প্যাকেজ ঘোষণা করে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সামরিক সহায়তা প্যাকেজের আওতায় তাইওয়ানকে নিরাপত্তা সামগ্রী, সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের ঘোষণায় কোন ধরনের অস্ত্র বা সরঞ্জাম তাইওয়ানে পাঠানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে প্রদেয় অস্ত্রের মধ্যে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ছোট অস্ত্র ও নজরদারি সামগ্রী রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।