আকাশসীমা বন্ধ করল নাইজার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪২, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আকাশসীমা বন্ধ করল নাইজার

newsup
প্রকাশিত আগস্ট ৭, ২০২৩
আকাশসীমা বন্ধ করল নাইজার

ইন্টারন্যাশনাল ডেস্ক: সিএনএসপির মুখপাত্র আমাদু আবদরমান আকাশসীমা বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন সামরিক হামলার হুমকিকে।

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে পুনর্বহাল করতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াসের দেয়া আলটিমেটাম শেষ হয়েছে। এমন বাস্তবতায় আকাশসীমা বন্ধ করে দিয়েছেন নাইজারের সামরিক অভ্যুত্থানকারী নেতারা।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রোববার রাতে আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়া হয়। ওই দিন নাইজারের রাজধানী নিয়ামির একটি স্টেডিয়ামে জড়ো হন অভ্যুত্থানকারী জেনারেলদের পর্ষদ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অফ দ্য হোমল্যান্ডের (সিএনএসপি) সমর্থক হাজারো মানুষ।

সিএনএসপির মুখপাত্র আমাদু আবদরমান আকাশসীমা বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন সামরিক হামলার হুমকিকে। জাতীয় টেলিভিশনে দেয়া ভাষণে আবদরমান বলেন, সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি হিসেবে পশ্চিম আফ্রিকার দুটি দেশে আগাম সেনা মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েনের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আবদরমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।