স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম কার। অথচ কাফ ইনজুরিতে শেষ ষোলোর আগ পর্যন্ত দর্শকই থেকেছেন তিনি। সোমবার তার মাঠে নামার দিনটিকে জয়ে রাঙিয়েছে নারী ফুটবল বিশ্বকাপের সহআয়োজকরা। ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
অস্ট্রেলিয়া দুই অর্ধে একটি করে গোল করেছে। ২৯ মিনিটে প্রথম গোলটি করেছেন ফোর্ড। ৭০ মিনিটে স্কোর ২-০ করেছেন রাসো। শেষ আটে তাদের প্রতিপক্ষ ফ্রান্স কিংবা মরক্কো।
অস্ট্রেলিয়া এর আগে কোয়ার্টার ফাইনালে তিনবার খেলেছে। তার পর অবশ্য বেশি দূর যাওয়ার কীর্তি দেখাতে পারেনি।
২০০৭ সালের পর প্রথম বিশ্বকাপ খেলতে নামা ডেনমার্কের শুরুটা দারুণ ছিল। শুরুতে আধিপত্য ছিল তাদের। বিশেষ করে পেরনিল হার্ডার ত্রাস ছড়াচ্ছিলেন। কিন্তু সময় গড়াতে গড়াতে মিইয়ে যায় তাদের আক্রমণ। বিপরীতে ধীরে ধীরে ছন্দ পেতে শুরু করে স্বাগতিক দল। ডেনমার্কের প্রেসিং ফুটবল ২০ মিনিট পর্যন্তই স্থায়ী ছিল।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।